মুখে নিলে গলে যায় কতোটা যে মজা
বাস্তবে না খেলে কিভাবে যাবে বোঝা?
স্পঞ্জী টমেটোর ভিতরগত কারন হলো-ভিতরের চ্যাম্বারগুলো । মনে হয় এলোমেলো কিন্তু কাঁচায় সাজিয়ে রয় আর পাকায় প্রান্তে পৌছে টমেটোকে স্পঞ্জী করে তোলে । ২য় কারনগত প্রভাব(অন্যথায়): মুখ বরাবর সবুজাভ-যা বয়সের তালে তালে হালকা থেকে গাঢ়তে রুপান্তরিত হয় ।
ক্রস থেকে তৈরি হয় হাইব্রিড আর এই স্পঞ্জী টমেটো তৈরি করা হয়েছে দু’টো হাইব্রিডের মধ্যে ক্রস করে; বংশের একমাত্র বাতি আস্তে আস্তে জাত বদলিয়ে আজ গর্বিত নন-হাইব্রিড ।
মাঝারী গড়নের গাছ (মোটা-শক্ত কাঠি প্রদান প্রয়োজন)-ঘন সন্নিবেশিত ফল ধারন বৈশিষ্ট্য সম্পন্ন । শীত মৌসুমের মাঝামাঝি সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সহ প্রচুর টমেটো উৎপন্ন হয় । মোটামুটি ৭৫ দিনে পরিপক্কতা অর্জন করে ১৭৫ গ্রামে পৌছে এবং তুলনামূলকভাবে তাড়াতাড়ি পাকে ।