এস্টার ডেইজি পরিবারের একটি অংশ তথা Asteraceae পরিবারের ফুল । এই তারকা ফুলের উৎপত্তি ইউরেশিয়া হতে । পূর্ণ সূর্যালোকে বা আংশিক ছায়াতেও জন্মে । মধুগ্রন্থির কারনে মৌমাছিদের ভিড় লক্ষ্য করা যায় । গ্রীষ্মের শুরুতে গাছের এক-তৃতীয়াংশ কেটে দিলে ফুলের পরিমান আরও বাড়ে । গাছ প্রতি ডজন খানেক ফুল অনায়াসে পাওয়া যেতে পারে ।