দেখিলাম ভুট্টা-ডালিম দানা
এক পলক থেকে এক টানা...
হলাম চক্ষুষ্মান ছিলাম কানা
অস্ট্রেলিয়ান ভুট্টা জাত-রয়েছে অস্ট্রেলিয়ান ভুট্টা সমিতি । প্রতি গাছে একাধিক মোচা ফলে । বলিষ্ট গাছ পরিপুষ্ট দানা । মাঝারী গড়নের মোচা যার গড় দৈর্ঘ্য অর্ধফুট । ভুট্টার আদি নিবাস মেক্সিকো পরে কানাডা হয়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে পৌছে পুরাতন অস্ট্রেলিয়ায় । সেই থেকে শুরু হয়ে আজ আপনার দ্বারে ।