বেগুনের প্রথম পরিচিতি বা লিখিত রেকর্ড পাওয়া যায় একটি প্রাচীন চীনা কৃষি গ্রন্থে । তৎকালে বায়ু-ব্যধি বা পেট ফাঁপা নিরাময়ে বেগুন খাওয়ানোর প্রচলন ছিল । উৎপত্তিস্থল হিসেবে ১৫০০ বছরেরও বেশি সময় ধরে বেগুন ভারত এবং চীনে চাষ হয়ে আসছে আর ১৫০০-এর দশকে অভিযাত্রীরা আমেরিকাতে বেগুনের প্রচলন ঘটায় ইউরোপ হয়ে আরবদের দ্বারা । বেগুনের বৈজ্ঞানিক নাম Solanum melongena ষোড়শ শতাব্দীর আরবি শব্দ থেকে উদ্ভূত । আলোচিত এই জাতটির উৎপত্তিস্থলও ভারত ।
কিছু কিছু দেশে বেগুন খোসা ছাড়িয়েও রান্না করা হয় । যে কোন কর্তিত বেগুন পলিফেনলের অক্সিডেশনের ফলে দ্রুত বাদামী হয়ে যায় । এমনকি হাত বা পানিও কাঁলচে-বাদামী রঙ ধারন করে । ডিম সদৃশ এই বেগুন অত্যন্ত মোলায়েম ও সুস্বাদু । অসংখ্য হালি হালি ডিম গাছে ঝুলতে থাকে । তুলুন খাঁচি ভরে ভরে ।