এই ডবল ডিজাইন অপরাজিতা একদিকে যেমন শোভাময় অপরদিকে তেমন রুচিকর ও সুস্বাদু ভোজ্য ফুল । এই গাছ তার শিকড়ের ডিজাইন মোতাবেক বায়ুমন্ডলীয় নাইট্রোজেনকে ফিক্সেশন প্রক্রিয়ায় মাটিস্থ সারে রুপান্তরিত করে । ইহা জন্মানোর জন্য যেমন যত্নের প্রয়োজন হয় না-তেমন হয় না রোগ-বালাই । এক একটি গাছ ১৫-২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে । সুবিধাজনক অবস্থানে একটি অপরাজিতা ফুল গাছ প্রায় ১৫-২০ বছর বাঁচে । যে কোন উচু গাছেও এদেরকে উঠিয়ে দেয়া যেতে পারে ।
এই ডবল ডিজাইনে আরও সৌন্দর্য আনায়ন কল্পে একটি সহজ-ছোট্ট প্রকৌশল এই হতে পারে যে-আপনার বেড়া বা বেলকোনী কিংবা গ্রিলে জিআই তার দ্বারা অঙ্কিত একটু বড় জ্যামিতিক আকৃতি (ত্রিভুজাকার-আয়তাকার-বর্গাকার-গোলাকার ইত্যাদি) বরাবর পরিচালিত করুন এই ডবল ডিজাইন অপরাজিতাকে ।