ইহা থাইল্যান্ডের একটি লাউ জাত-আফ্রিকা থেকে সমুদ্র পথে ভেসে আসা । সবুজাভ সাদা চামড়ার লাউ-সব্জী হিসেবে বেশ কঁচি অবস্থায় খেতে হয় নচেৎ রেখে দিতে হবে পাখির বাসা বানানোর জন্য । খুব সহজে বৃদ্ধি পায় এবং ভাল রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে । ধরে প্রচুর । ফলের মাছি পোকা থেকে রক্ষার্থে পরাগায়নের পর পরই (সাদা ফুলের পাপড়ি গুটিয়ে এলে) পলিব্যাগ দিয়ে ঢেকে রাখা যেতে পারে ।