ব্যারিস্টার এম. এইচ. রহমান বড় পছন্দ করে বীজ পাঠিয়েছেন বাংলাদেশে । বাংলার আবহাওয়ায় বশীকরন করতে বেশ বেগ পেতে হয়েছে । পরে অবশ্য পোষ মেনেছে ঠিকই । হালকা-পাতলা গড়নের মরিচ, রুপে-গুনে অতুলনীয় । মরিচের ‘কমলা রঙের সস’ বানাতে এই জাতের বিকল্প নেই । বয়স অনুপাতে লম্বায় ৬ সেন্টিমিটার থেকে ৬ ইঞ্চি বা অর্ধফুট হওয়ায় গাছের পুরো আয়তন জুড়েই মরিচের বিস্তৃতি লক্ষ্যণীয় । মরিচ যখন পাকা শুরু হয় হালকা থেকে গাঢ়ত্বে সবুজ-কমলা রঙের পাতা ও ‘চিলিস্টিক’ মিলে কি যে এক অপূর্ব দৃশ্যের অবতরণ হয়-যা নিজ চোঁখে না দেখলে বলে বা লিখে বোঝানো কঠিন ।