শুভ সকাল গরিমা ফুল(Ipomoea nil)-পিছনে শুভ্র সাদা নলাকার সামনে ছড়ানো পাপড়ি;দেখতে যেন পুরোনো আমলের সেই কলের গান ( ইশারায় কল করে বা ডাকে যদিও গান গায় না ) । পান্না সবুজ পান আকৃতির পাতা সম্বলিত বর্ষজীবী লতানো উদ্ভিদ । বর্ধনশীল ডালপালা সুতলীর ন্যায় দ্রুত বাড়তে থাকে ৮-১০ ফুট পর্যন্ত । এই বন্য ফুলের বংশধররা এক সময় বাগান থেকে পালিয়ে গিয়েছিল; যদিও আজ সারা বিশ্বে ইহা ব্যাপকভাবে চালমান একটি বাণিজ্যিক জাত । বন্যতাকে পুঁজি করে শোভাময় হিসেবে চাষ হয় । পূর্ণ বিকশিত উজ্জ্বল ফুল এবং বিকাশমান কুঁড়ি একসাথে দাঁড়িয়ে থাকে । নিজ সন্তানদের ছড়িয়ে পড়তে শেখায় তবে পূর্ণরোদ প্রয়োজন । ছাঁদে/বাগানে/পাত্রে বা ঝুলন্ত ঝুড়িতে এমনকি ভূমিতেও না নেই-বাড়তে থাকে; তবে অবলম্বন পেলে গতি বাড়ে ।