সংখ্যা হিসেবে ধরা
সত্যিই অবাক করা
গাছ ঠায় দাঁড়িয়ে থাকে, সহজে নড়ে না । গাছ দেখতে আলাদা রকমের সুন্দর-মোটামুটি ৩ ফুট উচ্চতা । সব মিলিয়ে কম-বেশী ৩ পঁচিশে ৭৫ দিন সময় নেয় । রোগ-বালাই নেই বললেই চলে । ছোট ছোট পাতা-বিশাল বিশাল থোকা । সু-যত্নে প্রতি গাছে গড়ে প্রায় ৫০টি থোকা থাকার কথা । প্রতিটি ফলের নিচের দিকে এন্টিনার ন্যায় লেজসুলভ ছোট্ট টিপ বিদ্যমান । দীর্ঘ দিন ফল দেয়, সংরক্ষনে সহজে নষ্ট হয় না । যেমন সুগন্ধি তেমন সুমিষ্ট ।