অনেক দিন আগের কথা । তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন থেকে জাতটি সরাসরি আনা হয়নি এসেছে উত্তর আমেরিকা হয়ে । ১ম বছর গবেষণা মাঠের এক প্রান্তে একটু জায়গা পেয়ে জাতটি আস্তে আস্তে যত্নবিহীন বাড়তেছিল আর নজর কাঁড়তেছিল । ২য় বছরেই জায়গা পেয়ে যায় সন্মুখভা্গে একটু নয় ১ শতক । সেই থেকে বাড়ছে তো বাড়ছেই । Semi indeterminate type (আধা-অনির্ধারিত ) অর্থাৎ গাছ ছোটদের থেকে বেশ বড় আর বেশ বড়দের মধ্যে ছোট । মাঝারী মাপের কাঠি দিতে হবে । প্রতিটি টমেটোর গড় ওজন ৫০ গ্রাম । রোগ বালাই কম ।