গোল গোল অফ ইয়েলো-পাকা পাকা কালো জাম সদৃশ্য এই জাতের চেরী টমেটোকে ‘বাচ্চাদের আঙুর’ও বলা হয়ে থাকে । সুপার-সুইট চেরী টমেটো, যেমন সুমিষ্ট তেমন সুগন্ধি যুক্ত । মধ্যম আকৃতির ঝোপালো গাছ ফলের আধিক্যে নীচ দিকে ঝুকে পড়ে । শাঁস অত্যন্ত মাংসল অথচ কাঁচ সদৃশ ত্বক এতটাই স্বচ্ছ ও চক চকে যে মনে হয় যেন এপাশ-ওপাশ দেখা যাচ্ছে । ফলের সংখ্যা ও সৌন্দর্য্য দূর থেকে আকর্ষণ করার মত ।