আহ্ কি টমেটো ! কমলার রঙে রঙীন
বাস্তবে না দেখলে বিশ্বাস করা কঠিন ।
আমাদের টমেটো মিউজিয়ামের ‘জার্মপ্লাজম কালেকশন টিম' ও তাদের কুলজি পদ্ধতি(Pedigree) বা বংশ-কুল রেজিস্টার বইতে লিপিবদ্ধ তথ্য অনুসারে জাতটির পূর্ব-পুরুষ ভারতীয় তবে সংগ্রহ করা হয় রাজধানী ঢাকা থেকে ২০১৬ সালে । শুরুতে জাতটি লালই ছিল পরে প্রকাশিত হয় হলুদাভ কমলা এবং সময়ের সাপেক্ষে ও নির্বাচনের চাপে রুপ নেয় স্থায়ী কমলায়(পৈত্রিক-সূত্রে) ।
মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত বপন যোগ্য । টমেটো ও গাছের আকার মাঝামাঝি পর্যায়ের । কিছুটা গরম আবহাওয়া সহ্য করতে পারে । রোগ-বালাই নেই বললেই চলে ।
কমলা সুন্দরী টমেটো
১প্যাকেটে ভরবে না মন
কিনুন অন্তত: দু’টো ।
