প্রকৃতিগত ভাবে পশ্চিম আফ্রিকা হয়ে আদি নিবাস ওয়েষ্ট ইন্ডিজ তথা বারমুদা ও আর্জেন্টিনা ছেড়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ।পর্তুগীজরা একে বড় সৃজন শীল ফুল মনে করে । ফিলিপিনো জনগন এর কচি সীম সব্জী হিসেবে ব্যবহার করে । মায়ানমার ও থাই রেসিপিতে মাখন মেখে এই ফুল ভাঁজি করে খায় । বাঙালীরা খেতে পারেন বেসন-বড়া বানিয়ে । শরীরে হরমোনের সমতা বজায় রাখে । এই অপরাজিতার তেমন প্রধান কোন কীট-পতঙ্গ বা রোগ-বালা্ই নেই । যে কোন বেড়া বা বেলকোণীতে গোলাপী অপরাজিতা আকর্ষণীয়ভাবে বেড়ে ওঠে ।