গ্রীনের তুলনায় রেড ক্যাপসিকামে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট,প্রায়১১ গুণ বেশি বিটা-ক্যারোটিন এবং দেড়গুণ বেশি ভিটামিন-সি রয়েছে । ফুল মধু সম্বলিত । রোগ-বালাই কম-ধরে প্রচুর । রেড ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ আয়রনের একটি ভালো উৎস যা রক্তশুন্যতার ঝুকি কমায় । ক্যাপসিকামের প্রতি পুরুষের তুলনায় মহিলারা বেশী কৌতুহলী আর রেড কালার মহিলাদের সাথে বেশী মানানসই আর এই রেড কাপ ক্যাপসিকামও যে কোন জলখাবার থেকে শুরু করে অধিকাংশ মেনুতেই মানানসই এবং মজাদার; প্রতি কামড়ে বাড়তি স্বাদ অনুভূত হয় ।