Help line: 01790-181018

SFH404. রাণী কুফিয়া ফুলের চারা (04)/Saplings of False Heather

বছর ভরা ও গাছভর্তি সীমাহীন ফুল(তিন ফুট সীমানা জুড়ে-দু’ফুট উচ্চতায়)-ফুলে ফুলে গাছের মাঝখানটা মাঝে মাঝে ফুলে ওঠে । উজ্জ্বল চকচকে তারার ন্যায় বিন্দু বিন্দু বেগুণী ফুল । এক সময়ে ঝোপ-ঝাড়ে জন্মানো এই গাছ স্বীয় শোভা-সৌন্দর্যের কারনে এখন রাণীর আসনে । প্রাথমিক দর্শনে আমাদের বাগান মালী লেন্স আকৃতির পাতা দেখেই নাচতেছিল । চিকন সরু পাতাসহ ডালপালা দু’পাশে সমান্তরালে ছড়িয়ে থাকে । আপনার বাগান থেকে শুরু করে ২২০০ মিটার ওপরে কিংবা স্রোতের ধারে কোথাও জন্মাতে না নেই-এই ছোট্ট নিরীহ শোভাময় ফুল গাছটির ।
SKU: ‍SFH404
€120.40
Ship to
*
*
Shipping Method
Name
Estimated Delivery
Price
No shipping options




মাছের মধ্যে কৈ আর গাছের মধ্যে কুফিয়া-উভয়েরই জান খুব শক্ত । আর এজন্যই কবর/সমাধিতে লাগানোর প্রচলন হিসেবে ইহাকে সমাধি ফুলও বলা হয় । জেনে অবাক হবেন যে-এই ফুলের চারা সব্জীর ন্যায় বস্তাবন্দী করেও দুর-দুরান্তে স্থানান্তর করা যায় । একটি সহজ-সস্তা ও খুবই কষ্ট সহিষ্ণু ফুল গাছ । মাঝারী মানের লবনাক্ত মাটি সহনশীল । এ থেকে তৈরিকৃত শিল্প-তৈল সৌন্দর্য পণ্যে ব্যবহৃত হয় । অত্যন্ত কম পরিচর্যায় ব্যাপক শোভাময় বিধায় বেশীর ভাগ মানুষ এখন এই ফুলের চারাকেই প্রথম বেছে নিচ্ছে ।আপনার বাগান/বাড়ীতে রাণী কুফিয়া থাকা মানেই আপনার বাড়ী-রাজবাড়ী ।

নামকরন:

বৈজ্ঞানিক নাম Cuphea hyssopifolia; পরিবারিক নাম Lythraceae; উৎপত্তিগত নাম Mexican Heather; পূর্বভারতীয় নাম পানিকা ফুল/পানিকা বর্ডার ( সড়ক দ্বীপের বর্ডার বা রাস্তার দু’ধারে লাগানো হয় তাই); ভেষজ নাম Elfin Herb আর ইংরেজী নাম False Heather [(Heather=পাথুরে ভূমির চিরসবুজ ফুল গাছ-১৮৫২ সালে মা সহ স্কটল্যান্ড থেকে নিউইয়র্ক  আসা মেয়েদের নাম প্রতিযোগিতায় শীর্ষ স্থান লাভ করা একটি মেয়ের নামানুসারে); সেই গাছের ফুল নয় বরং পাতার সাথে সাদৃশ্যপূর্ণ তাই নাম এমন] আবার অনেকেই রাণী ফুল নামে ডেকে থাকেন । মধুসমেত ফুলে মৌমাছির আনাগোনা-এ তাদের রাণীর নির্দেশনা । এদিকে Cuphea হলো বীজ ধারকের আকৃতিগত নাম(গ্রীক অর্থে বাঁকা তাই); সার্বিক বাংলা নাম-রাণী কুফিয়া ।

ভেষজ গুণাবলী:

(ক) পুরুষ বা বিশেষ করে মহিলাদের হাত-পায়ের পাতায় অতিরিক্ত ঘাম বা জ্বালা-পোড়া যা রাতে বাড়ে সেক্ষেত্রে ২ চামচ পাতা-কান্ডের রস প্রত্যহ সকালে খালি পেটে ১ মাস ।

(খ) চর্মরোগের ক্ষেত্রে ৩ চামচ পাতা-কান্ডের রস দিনে ৩ বার আহারের পর ।

(গ) বিষাক্ত পোকা-মাকড় হুল ‍ফুটালে পাতার পেস্ট লাগাতে হয় ।

(ঘ) ক্ষত নিরাময়ে ও সাপের কামড়ে জন্যও পাতা-কান্ডের রস ব্যবহৃত হয় ।

Write Your Own Review

Only registered users can write reviews