১ চামচ করে সাদা অপরাজিতার মূলের রস প্রতিদিন সকাল-বিকাল ২ বার সামান্য দুধসহ ৭ দিন সেব্য (ঘন ঘন প্রস্রাব বা মূত্রনালির সমস্যায়:শিশু থেকে বুড়ো )। একটি অপরাজিতা গাছ বাড়ীতে থাকা মানেই তা পারিবারিক ডাক্তার হিসেবে কাজ করে ।বহুল পরিচিত ইউনানী ঔষধ-শরবত ছাফী-অপরাজিতায় তৈরি ।
পাওয়া মাত্র অপরাজিতা ফুল-(জাত যদি হয় সাদা)
যেমন ঝোকে ঢাকার ভাই-তেমন কোলকাতার দাদা
# কোষ্ঠ-কাঠিণ্যে শ্বেত অপরাজিতার ২ গ্রাম শিকড়-গুড়ো ও সামান্য শুকনো চুনসহ গরম পানি ঘুমানোর পূর্বে পান করতে হবে # বিষাক্ত পোকা-মাকড় হুল ফুটালে অপরাজিতার পাতার রসে উপশম হয় # শরীরে পানি জমা (শোথ) বা ফুলে গেলে এক চিমটি লবন সহ পাতা পিষে স্ফীত স্থানে লাগালে উপশম হয় # শুকনো কাশির ক্ষেত্রে ১ চামচ মূলের রস অর্ধকাপ গরম পানিতে মিশিয়ে ১০/১৫ মিনিট মুখে গড়গড়া বা গারগেল করতে হবে আর এ সময় মাথা উঁচু করে রাখতে হবে যেন পানি গলার তালুতে লাগে # এক টুকরা মূল ও গাছ থেঁতলে তার রস হাতের তালুতে নিয়ে নাক দিয়ে দিনে দু’তিন বার শ্বাস টানলে আধকপালে মাথা ব্যাথা (মাইগ্রেন) সেরে যায় # মুর্ছারোগে (হিস্টিরিয়া)-মূল ও পাতা থেঁতলে ছেঁকে ১ চা চামচ রস কোনো রকমে খাইয়ে দিলে সেরে যায় ।