অঙ্কিত নয়-বাস্তবিকই জাত এমন । যেমন নজর কাঁড়া রঙীন টমেটো তেমন আকর্ষণীয় ফলন ও স্বাদ । পলিশকৃত রেশম ও সোনার সুতায় জরি জড়ানোর মতই এই টমেটোতে রয়েছে সুউন্নত রুচির নিপূণ বুনন ও নান্দনিক ডিজাইন । প্রচুর পরিশ্রমের ফসল এই জাতটি । বছরের পর বছর ব্যয় করে পর্য়ায়ক্রমে বাছাইকৃত । মাঝারী ঝোপালো গাছ । গড় ওজন অর্ধশত গ্রাম বা ৪ ভরির কিছু বেশী ।